Doctor's Patient Prescription management System - Eg Net Solution

Here in this sites web and software developer can get some essential information.

MY Favorite .Net Question For Interview

This are not tidy. Just for rough. In Sha Allah will make it tiddy soon. 1.  DateTime2 Date range 0001-01-01 through 9999-12-31  vs Date...

Users Countries


Wednesday, May 7, 2014

Doctor's Patient Prescription management System

 C# আর .Net Frame work 4.5 দিয়ে। এটার মতই একটা দেখেছিলাম খুলনার হ্যানিমান ফারমেসিতে। অবসরে তাই নিজের মত করে বানিয়ে ফেললাম। ইন শা আল্লাহ এই মাসের ২০ তারিখে খুলনার কয়েকজন পূর্ব পরিচিত ডাক্তারের সাথে কথা বলার জন্য ডেকেছেন।
এটার একটা স্পেশাল ফিচার থাকবে যে ডাক্তার যখন রোগীর রোগের লক্ষন লিখবে তখন ডাক্তারকে পূর্বেকার রোগীদের প্রেসক্রিপশন দেখে সাজেশন দিবে ঔষধের জন্য (Supervised Learning) ......।
আর রোগীর নাম/ ঠিকানা/ মোবাইল নাম্বার দিলে তার পূর্বের প্রেসক্রিপশন দেখাবে এটাতো মুল ফিচার হিসেবে থাকছেই। ইচ্ছা করলে বাংলা, ইংরেজি সব ই লেখা যাবে।
রোগীর প্রেসক্রিপশন সফটওয়্যার থেকেই প্রিন্ট করার যাবে ডাক্তারের চেম্বার ও ঔষধের বৃত্তান্ত সহ।
সফটওয়্যারটির মুল্য ৩২০০০৳ (ডেক্সটপ ভার্সন)। ৩.৫ বছরের জন্য ম্যানেজমেন্ট কস্ট লাগবে না।


যদি কোন ডাক্তার বা ক্লিনিক এটার Android বা Online (Multiple Doctor's Supported) ভার্সন চান তবে নির্ধারিত মুল্য সাপেক্ষে সেটাও ডেভেলপ করে দেওয়া যাবে, ইন শা আল্লাহ।
পরবর্তীতে বাল্ক মেসেজ সিস্টেমের মাধ্যমে রোগীদের ইমেইল বা মোবাইল মেসেজ পাঠানোর সিস্টেম ও থাকবে সফটওয়্যারটিতে।
উল্লেখ্য যত আগে কিনবেন তত লাভ, কেন না ভবিষ্যতে দাম জাতীয় পর্যায়ের মানে ৫০০০০৳ ও করা হতে পারে। আমি সিওর নাহ, তবে ইন শা আল্লাহ কয়েকদিনের মধ্যে নেদারল্যান্ডের একটা সফটওয়্যার ফার্মের বাংলাদেশী শাখায় জুনিওর ডেভেলপার হিসেবে জয়েন করতে যাচ্ছি।
সেইখানে ইন শা আল্লাহ তাদেরকে কিছুদিন পরে আমার ক্ষুদ্র সফটওয়ারটিকে প্রচার করার জন্য আবেদন জানাবো।
কোন ডাক্তার ভাইয়ের যদি এটার প্রয়োজন হয় তবে আমাকে অথবা মাসুদকে জানাতে পারেন।

No comments:

Add Choice