আপনি যখন পৃথিবীকে নিয়ন্ত্রণ করার কৌশল মৌলিক ভাবে অনুধাবন করতে পারবেন, তখন আপনি পৃথিবীর জন্য হুমকি অথবা রহমত স্বরূপ। একজন লোকের কাছে যদি কোন ক্ষমতা হাতে পাওয়াটাকে সোনার হরিন মনে হয় আর সে সেটা পেয়েও যাই তখন তার জীবন-মরণ চাওয়া-পাওয়া হয় ইতিহাস হয়ে বেঁচে থাকা। আর এই বেঁচে থাকতে গিয়ে কেউ বেঁছে নেয় মানুষের অন্তর আর কেউ বেঁছে নেই মানুষের অন্তরের ধিক্কার। তবে এমনও মহৎ ব্যক্তি যুগে যুগে আসেন যারা দ্বিতীয়জনা যাতে প্রথম জনার মত পথের সন্ধান পেয়ে যান তার জন্য নিঃস্বার্থভাবে চেষ্টা করেন। আর সে চেষ্টা হল মানুষকে আল্লাহর দিকে ডাকা। ভালোর খবর আর লাভ জানিয়ে দেওয়া। খারাপের পরিণতি আর ক্ষতি বুঝিয়ে দেওয়া। আর মানুষকে ভালোর দিকে নিঃস্বার্থভাবে বিনয়ী হয়ে ডাকাই তাদের কাজ। তারা তাঁদের প্রচার বিমুখতাকেই বেঁছে নেন প্রচারের মাধ্যম হিসেবে।
আপনি যখন পৃথিবীকে নিয়ন্ত্রণ করার কৌশল মৌলিক ভাবে অনুধাবন করতে পারবেন, তখন আপনি পৃথিবীর জন্য হুমকি অথবা রহমত স্বরূপ। একজন লোকের কাছে যদি কোন ক্ষমতা হাতে পাওয়াটাকে সোনার হরিন মনে হয় আর সে সেটা পেয়েও যাই তখন তার জীবন-মরণ চাওয়া-পাওয়া হয় ইতিহাস হয়ে বেঁচে থাকা। আর এই বেঁচে থাকতে গিয়ে কেউ বেঁছে নেয় মানুষের অন্তর আর কেউ বেঁছে নেই মানুষের অন্তরের ধিক্কার। তবে এমনও মহৎ ব্যক্তি যুগে যুগে আসেন যারা দ্বিতীয়জনা যাতে প্রথম জনার মত পথের সন্ধান পেয়ে যান তার জন্য নিঃস্বার্থভাবে চেষ্টা করেন। আর সে চেষ্টা হল মানুষকে আল্লাহর দিকে ডাকা। ভালোর খবর আর লাভ জানিয়ে দেওয়া। খারাপের পরিণতি আর ক্ষতি বুঝিয়ে দেওয়া। আর মানুষকে ভালোর দিকে নিঃস্বার্থভাবে বিনয়ী হয়ে ডাকাই তাদের কাজ। তারা তাঁদের প্রচার বিমুখতাকেই বেঁছে নেন প্রচারের মাধ্যম হিসেবে।
No comments:
Post a Comment